Sunday 23 October 2022

বিদেশ যাওয়ার পূর্বে করণীয় কি কি

 কাজের জন্য বিদেশ যাওয়ার পূর্বে যে সকল প্রস্তুতি আপনাকে নিতে হবে|


০১। ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন এর সাথে সব কিছুর মিল রেখে পাসপোর্ট করুন
০২।  লাভ ক্ষতি হিসাব করুন তারপর বিদেশ গমনের ব্যাপারে সিদ্ধান্ত নিন
০৩। পাসপোর্ট হাতে পেলে আপনার নিজ জেলার জোন   demp তে গিয়ে নিবন্ধন করুন।
০৪। গন্তব্য দেশের ভাষার 
প্রশিক্ষণ নিন। সারাদেশে ৪০টি টিটিসিতে মন্ত্রণালয়ের

 আওতাধীন বিএমইটি ভাষা প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
০৫। পছন্দ ও দক্ষতা অনুযায়ী কাজের 
প্রশিক্ষণ গ্রহণ করুন। বর্তমানে ৬৪টি টিটিসি এবং ৬টি

 আইএমটিতে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

০৬। সরকার অনুমতি দিয়েছে এমন বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশ গমন করুন


০৭। চুক্তিপত্রে কী লেখা আছে তার বুঝেশুনে সই করুন
০৮। বিদেশ যাওয়ার পূর্বে সমস্ত কাগজপত্রের ৩ সেট ফটোকপি করুন।
০৯। বিএমইটির স্মার্ট কার্ড গ্রহণ করুন
১০। বিদেশ যাওয়ার পূর্বে ব্যাংক হিসাব খুলু্ন। (TVC)
১১। বিদেশ যাওয়ার পূর্বে ৩ দিনের প্রাক বর্হিগমন প্রশিক্ষণে অংশ নিন। (TVC)
১২। সংশ্লিষ্ট ডিইএমও অফিসে ফিঙ্গার প্রিন্ট বা আঙ্গুলের ছাপ নিন। (TVC)
১৩। অনুমোদিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করুন।
১৪। প্রবাসীদের সহযোগিতা ও সামগ্রিক কল্যাণের জন্য 
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডসাহায্য নিন।
১৫।প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন এর মাধ্যমে বিদেশ যেতে হলে আগে থেকেই প্রবাসী কল্যাণ ব্যাংকে গিয়ে লোন পেতে হলে কি করতে হবে সে সমস্ত কিছু আপনাকে খোঁজখবর নিয়ে প্রস্তুত থাকতে হবে যেন ভিসার কাগজপত্র হাতে পেলেই দু'দিনের মধ্যে আপনি লোন পেয়ে যান

রিক্রুটিং এজেন্সির তালিকা


 প্রথম অনুমোদন পাওয়া ২৫ রিক্রুটিং এজেন্সি হলো, আদিব এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরস- আরএল ১০২৪, আহমেদ ইন্টারন্যাশনাল- আরএল ১১৪৬,


যেকোনো পরামর্শের জন্য আমাদের অ্যাপ্সে থাকা মেসেজ বাটনে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন
 আকাশ ভ্রমন- আরএল ০৩৮৪, 
আল রাবেতা ইন্টারন্যাশনাল- আরএল ০৩৫৪, আল-ভোখারি ইন্টারন্যাশনাল- আরএল ০৩০১, অমিয়াল ইন্টারন্যাশনাল- আরএল ১৩২৬, 
বিনিময় ইন্টারন্যাশনাল- আরএল ০৩৫১, বিএম ট্রাভেলস- আরএল ১৪২১, 
ব্রাদার্স ইন্টারন্যাশনাল- আরএল ১৫৭১, ক্যাথারসিস ইন্টারন্যাশনাল- আরএল ৫৪৯, 
গ্রিন ল্যান্ড ওভারসিজ- আরএল ০০৪০,

যেকোনো পরামর্শের জন্য আমাদের অ্যাপ্সে থাকা মেসেজ বাটনে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারে

 ইম্পেরিয়াল রিসোর্সেস লিমিটেড- আরএল ১৮৭৪, 
আরভিং এন্টারপ্রাইজ- আরএল ০২১৫, 
নিউ এজ ইন্টারন্যাশনাল- আরএল ০৭০৩, 
ঐচি ইন্টারন্যাশনাল- আরএল ১১৪১, 
অরবিটাল এন্টারপ্রাইজ- আরএল ০১১৩, 
পাথ ফাইন্ডার ইন্টারন্যাশনাল- আরএল ১২৯৮, সরকার ইন্টারন্যাশনাল- আরএল ১৭১৫, 
শাহীন ট্রাভেলস- আরএল ২১৪, 
স্নিগ্ধা ওভারসিজ লি.- আরএল ১৫৫১, 
এসওএস ইন্টারন্যাশনাল সার্ভিসেস লিমিটেড- আরএল ১৫৩০, 
সাউথ পয়েন্ট ওভারসিজ লি.- আরএল ০৬২২, ইউনাইটেড ম্যানপাওয়ার কনসালটেন্সি- আরএল ১২১৬, 
জাহরত অ্যাসোসিয়েট- আরএল ০২৮৫, 
৫এম ইন্টারন্যাশনাল লি.- আরএল ১৩২৭।

সেপ্টেম্বরে অনুমোদন পাওয়া ৫০ রিক্রুটিং এজেন্সির তালিকায় রয়েছ
 মেরিট ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড- আরএল ০৯৩৩, 
দ্য সুপার ইস্টার্ন লিমিটেড- আরএল ০৫০১, 
মদীনা ওভারসিস- আরএল ০৬৩৯, 
আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস- আরএল ০৯৮১, মেসার্স ওকে কুইক এক্সপ্রেস লিমিটেড- আরএল ০৪৪১, 
ইউনিক ইস্টার্ন প্রাইভেট লিমিটেড- আরএল ০২১, 
মৃধা ইন্টারন্যাশনাল কর্পোরেশন- আরএল ১১০৮, ম্যানিসপাওয়ার কর্পোরেশন- আরএল ১৫৬৭, প্রান্তিক ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম লিমিটেড- আরএল ০৩১০, 
দহমাশি কর্পোরেশন লিমিটেড- আরএল ০৭২৭, রাব্বি ইন্টারন্যাশনাল- আরএল ০২৫৮, আইএসএমটি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট লিমিটেড- আরএল ১১৯৪, 
ওডিটি ইন্টারন্যাশনাল- আরএল ৯৮৩, 
সেলিব্রিটি ইন্টারন্যাশনাল- আরএল ০৫০৩, সুলতান ওভারসিজ- আরএল ০৯০৬, 
প্রোভাতি ইন্টারন্যাশনাল- আরএল ০৯৩২, 
এমএস বিডি গ্লোবাল বিজনেস- আরএল ১২৩১, সাদিয়া ইন্টারন্যাশনাল- আরএল ০৪৯২, 
বিএনএস ওভারসিজ লিমিটেড- আরএল ১৪৫০, ট্রান্স এশিয়া ইন্টারগ্রেট সার্ভিসেস লিমিটেড- আরএল ১৪৭২, 
গ্যালাক্সি কর্পোরেশন- আরএল ০৭৯৫, 
গাজীপুর এয়ার ইন্টারন্যাশনাল- আরএল ০৮৯১, আল ফারাহ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড কনসালটেন্সি- আরএল ১৪৮৫, 
অপরাজিতা ওভারসিস- আরএল ১৩১৮, আরআরসি হিউম্যান রিসোর্সেস সার্ভিসেস লিমিটেড- আরএল ১৩০৭, 
আল খামিস ইন্টারন্যাশনাল- আরএল ০৬৮০, পিআর ওভারসিস লিমিটেড- আরএল ১৯২৮,

যেকোনো পরামর্শের জন্য আমাদের অ্যাপ্সে থাকা মেসেজ বাটনে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করতে পার
 ইফথি ওভারসিজ- আরএল ০৮৯৪, 
দরবার গ্লোবাল ওভারসিজ- আরএল ১২৯৫, ফোর, এমএস কাশিপুর ওভারসিজ- আরএল ১৩১৭, 
মুবিন এয়ার ইন্টারন্যাশনাল লিমিটেড- আরএল ১৫৬৭, 
নাভিরা লিমিটেড- আরএল ০৭১২, 
জেজি আলফালাহ ম্যানেজমেন্ট- আরএল ১৮৬১, রুবেল বাংলাদেশ লিমিটেড- আরএল ১৪৫৬, দেশারি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড- আরএল ০৯৪৫, 
এমএস জিএমজি ট্রেডিং প্রাইভেট লিমিটেড- আরএল ৪৯০, 
এমএস আল হেরা ওভারসিজ- আরএল ১৫৬৮, ফিউচার ইন্টারন্যাশনাল ১১৯৬, 
স্ট্যান্ডফোর্ড এমপ্লয়মেন্ট প্রাইভেট লিমিটেড- আরএল ১৩৫২, 
মোহাম্মদ নুরুজ্জামান অ্যান্ড সন্স লিমিটেড- আরএল ০৭০৫, 
মেসার্স জান্নাত ওভারসিজ- আরএল ১৪১৯, মিডওয়ে ওভারসিজ লিমিটেড- আরএল ০৬৩১, আহাদ ইন্টারন্যাশনাল লিমিটেড- আরএল ১৭৭২, জিএমজি অ্যাসোসিয়েটস লিমিটেড- আরএল ১১৪৩, 
আমান এন্টারপ্রাইজ- আরএল ০৭২৪, 
আক্তার রিক্রুটিং এজেন্সি- আরএল ১৮৪৮, রানওয়ে ইন্টারন্যাশনাল- আরএল ১৩৪১, এমএস এলিগ্যান্টস ওভারসিজ লিমিটেড- আরএল ০৫৪৪, 
পিএন এন্টারপ্রাইজ কোম্পানি ঢাকা লিমিটেড- আরএল ০৩৭৬।

সবশেষ অক্টোবরে অনুমোদন পাওয়া ২৫ রিক্রুটিং এজেন্সি হলো, 

এএনজেড মাল্টিন্যাশনাল- আরএল ১৭৬৪, 
নেক্সট ওভারসিজ লি- আরএল ১৬৯৬, 
আল হেরা ওভারসিজ- আরএল ১৫৬৮, 
জনতা ট্রাভেলস লি- আরএল ১৮৪, 
এমএস এশা ইন্টারন্যাশনাল- আরএল ১৫৯৭, মালয়েশিয়া বাংলাদেশ হোল্ডিংস প্রাইভেট লিমিটেড- আরএল ১৬৭৫, 
ত্রিবেণী ইন্টারন্যাশনাল- আরএল ০০২২, 
এমএস শান ওভারসিজ- আরএল ০৭৫৯, 
মনসুর আলী ওভারসিজ এন্ড ট্রাভেলস- আরএল ০৯৯১, 
থানেক্স ইন্টারন্যাশনাল লিমিটেড- আরএল ১৭৭৯, অরবিটাল ইন্টারন্যাশনাল- আরএল ১৪৫৭, হাইডরি ট্রেড ইন্টারন্যাশনাল- আরএল ০২৪০, এজিএ ইন্টারন্যাশনাল- আরএল ০৫৩০, 
অনন্য অপূর্ব রিক্রুটিং এজেন্সি- আরএল ২১০১, ব্যাসিক পাওয়ার এন্ড কেয়ার ওভারসিজ- আরএল ১৪১৮, 
ইস্ট ওয়েস্ট প্যারাডাইজ- আরএল ০৬১৯, কিসওয়া এন্টারপ্রাইজ লিমিটেড- আরএল ৫৭৩, এমইএফ. গ্লোবাল বাংলাদেশ লি.- আরএল ১৯৬৩, 
মাস ট্রেড ইন্টারন্যাশনাল লি.- আরএল ৫০৪, নাতাশা ওভারসিজ- আরএল ১৩১৫, 
নিউ হ্যাভেন ইন্টারন্যাশনাল লি.- আরএল ৩৪৬, রমনা এয়ার ইন্টারন্যাশনাল- আরএল ১১৭২, ইউনাইটেড এক্সপোর্ট লি.- আরএল ৪৮৬, 
উইন ইন্টারন্যাশনাল- আরএল ৭২১, 
উইনার ওভারসিজ লি.- আরএল ৬৬৪।

যেকোনো পরামর্শের জন্য আমাদের অ্যাপ্সে থাকা মেসেজ বাটনে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন

সুল্ক দিয়ে এবং সুল্কমুক্ত কি কি নিয়ে যেতে পারবেন বাংলাদেশে।

সুল্ক দিয়ে এবং সুল্কমুক্ত কি কি নিয়ে যেতে পারবেন বাংলাদেশে।


অনেকেই প্রায় সময় মেসেজ করে আমাদের কাছে জানতে চান যে ভাই মালয়েশিয়া থেকে কয়টা মোবাইল কয় ভরি স্বর্ণ বাংলাদেশের বিনা সুরকে নিয়ে যেতে পারবো।

বিস্তারিত জানতে পুরো লেখাটি মনোযোগ দিয়ে পড়ুন।


মালয়েশিয়ান প্রবাসীরা প্রতিবছরই বাজেটের সময় একটা তালিকা তৈরি করা হয় যেখানে অর্থবছরের বাজেট অনুযায়ী যেসব পণ্য বিদেশ থেকে আনা যায় তার নিম্মে তালিকাভুক্ত করা হলো।


কাস্টমসে বিনা সুল্কমুক্ত যা যা আনতে পারবেন।


এক# ঘরের আসবাব পত্র জানি তো প্রয়োজনীয় জিনিস হিসেবে গণ্য


২ ১০০ গ্রাম পর্যন্ত স্বর্ণ বাংলাদেশে আনতে পারবেন তবে তা অলংকার হতে হবে এবং 200 গ্রাম পুকুর পর্যন্ত রুপা আনতে পারবেন সেটাও অলংকার হতে হবে স্বর্ণ অথবা রুপা কোনটার বিস্কিট হওয়া যাবে না. একই ধরনের অলংকার সংখ্যায় বারটির বেশি হওয়া যাবে না।


ব্যক্তিগত ব্যবহারের সরঞ্জাম যেমন টাইপ রাইটার ঘরে ব্যবহারের সেলাই মেশিন সিলিং ফ্যান ও টেবিল ফ্যান রাইস কুকার প্রেসার কুকার গ্যাস ওভেন মাইক্রো ওভেন ইলেকট্রিক ওভেন টোস্টার স্যান্ডউইচ মেকার ব্লেন্ডার ফুড প্রসেস জুস মেকার ও কফি মেকার।




বিদেশ থেকে যদি কোন অসুস্থ যাত্রী আসে তবে সেই যাত্রীদের চিকিৎসায় প্রয়োজনীয় যন্ত্রপাতি ১৫ বর্গমিটার আয়তন পর্যন্ত ।

কার্পেট ইলেকট্রনিক্স পণ্য সর্বোচ্চ দুইটি তিনটি মোবাইল ফোন বিনা শুলকে আনতে পারবেন তবে শুল্ক দিয়ে সর্বোচ্চ পাশ থেকে আটটা মোবাইল আনতে পারবেন শতকরা ৫৬ পার্সেন্ট সুদ দিতে হবে যেমন এক লক্ষ টাকায় ৫৬ হাজার টাকা আসবে যদি আপনার মোবাইল হয়ে থাকে এক লক্ষ টাকা তাহলে ৫৬ হাজার টাকা এয়ারপোর্ট এ কাস্টমকে আপনার পে করতে হবে


তারপর আরো কিছু আনতে পারবেন যেমন ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার সাথে একটি ইউপিএসও আনা যাবে কম্পিউটার স্ক্যানার প্রিন্টার ও ফেক্স মেশিন পেশাদার কাজে ব্যবহৃত হয় এরকম ক্যামেরা বাদে ভিডিও ক্যামেরা এইচডি ক্যামেরা ডিভি ক্যামেরা বেটা কেমেরা ও ছবি তোলার ডিজিটাল ক্যামেরা

আনতে পারবেন।


১৯ ইঞ্চি পর্যন্ত এলসিডি কম্পিউটার মনিটর আনতে পারবেন ও 29 ইঞ্চি পর্যন্ত প্লাসমা এলসিডি এলইডি টেলিভিশন সর্বোচ্চ চারটি স্পিকার সহ সিডি ভিডিও প্লেয়ার আনতে পারবেন বিনাশুলকে।


যেসব জিনিস আনতে আপনাকে কাস্টমে সুল্ক পরিশোধ করতে হবে।

এয়ারগান যেমন পাখি শিকার করার রাইফেল বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষ ৫০০০ টাকা বারবাতি ৩০০ টাকা প্রতি পয়েন্ট।

ডিশওয়াশ ওয়াশিং মেশিন কাপড় শুকানোর মেশিন তিন হাজার টাকা  দিতে হবে


এছাড়াও ৩০ ইঞ্চি থেকে ৩৬ ইঞ্চি অথবা তার চেয়ে বড় আকৃতির প্লাসমা এলইডি টেলিভিশনের ক্ষেত্রে মাত্র ১০ হাজার থেকে 90000 টাকা পর্যন্ত দিতে হবে।


আসলে এরা প্রবাসীদের কখনো ভালো চায়না।


মানুষগুলো এত কষ্ট করে বিদেশ থেকে কিছু নিয়ে যাবে তাও এতগুলো টাকা দাবি করার কোন মানেই আসে না।


যাইহোক কাজের কথায় আসি


এছাড়া বিদেশি পাসপোর্ট রয়েছে এমন ব্যক্তি সর্বোচ্চ ১ লিটার পরিমাণ মত জাতীয় পানি আনতে পারবে বিনাশুলকে


ঢাকা কাস্টমের একজন কর্মকর্তা আমাদেরকে জানান প্রতি বছর অনেক প্রবাসী বিদেশ থেকে বিনা কাস্টমে কি কি আনতে পারবে তা না জেনেই বাংলাদেশে চলে আসে যার কারণে তাকে অনেক ভোগান্তির স্বীকার করতে হয় তাই যারা মালয়েশিয়া অথবা অন্যান্য দেশ থেকে বাংলাদেশে আসবেন তারা অবশ্যই এই লেখাটি মনোযোগ সহকারে পড়ে আসবেন ধন্যবাদ সবাইকে


Saturday 22 October 2022

কলালামপুর বাংলাদেশ হাই কমিশনের ঠিকানা ও যোগাযোগ

 বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর মালয়েশিয়া |

কলালামপুর বাংলাদেশ হাই কমিশনের ঠিকানা

No. 5B & 5C (Lot No. 9 & 10), Jalan Sultan Yahya Petra, 54100 Kuala Lumpur, Malaysia


আপনারা যারা আম্পাং বাংলাদেশ হাইকমিশনের যেতে চান তারা এই
 ( গুগল ম্যাপে লোকেশন দেখুন )  লোকেশনে ক্লিক করুন |

পাসপোর্ট সেবা কেন্দ্রের ফোন নাম্বার  +60104303320

কনস্যুলার সেবা:  +60326040949


পাসপোর্ট নাম্বার দিয়ে ডেলিভারি স্লিপ নাম্বার খুঁজুন  পাসপোর্ট নাম্বার দিয়ে ডেলিভারি স্লিপ নাম্বার খুঁজু



ডেলিভারি স্লিপ নাম্বার দিয়ে খুঁজে দেখুন আপনার পাসপোর্ট বর্তমানে কোথায় আছে যদি আপনার পাসপোর্ট মালয়েশিয়ায় এসে থাকে তাহলে আপনি এপোয়েটমেন্ট নিয়ে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন  পাসপোর্ট কোথায় আছে দেখুন https://appointment.bdhckl.gov.bd/

পাসপোর্ট নাম্বার দিয়ে ডেলিভারি স্লিপ নম্বর খুঁজে বের করুন তারপর লাল দাগ দেয়া ওই ঘর টাতে আপনার ডেলিভারি স্লিপ নম্বর লিখে সার্চ বাটনে ক্লিক করুন তারপর দেখতে পারবেন আপনার পাসপোর্ট কোথায় আছে আপনার পাসপোর্ট যদি বাংলাদেশ হাইকমিশনে এসে থাকে তাহলে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন সেটা অনলাইনে আবেদনের মাধ্যমেও করতে পারবেন আবার সরাসরি বাংলাদেশ হাই কমিশনারের অফিসে গিয়ে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন আপনার যে কোন সমস্যা আমাদের মালয়েশিয়া ফরেনার ওয়ার্কার অ্যাপসে কাকা কন্টাক মেসেঞ্জার বাটনে ক্লিক করে আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের  সাপোর্ট টিম আপনাকে সহায়তা করবে|

নিচের দেওয়া লিংকে ক্লিক করে এখনই প্লে স্টোর থেকে আমাদের অ্যাপসটি ইন্সটল করুন