কাজের জন্য বিদেশ যাওয়ার পূর্বে যে সকল প্রস্তুতি আপনাকে নিতে হবে|
০১। ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন এর সাথে সব কিছুর মিল রেখে পাসপোর্ট করুন
০২। লাভ ক্ষতি হিসাব করুন তারপর বিদেশ গমনের ব্যাপারে সিদ্ধান্ত নিন
০৩। পাসপোর্ট হাতে পেলে আপনার নিজ জেলার জোন demp তে গিয়ে নিবন্ধন করুন।
০৪। গন্তব্য দেশের ভাষার প্রশিক্ষণ নিন। সারাদেশে ৪০টি টিটিসিতে মন্ত্রণালয়ের
আওতাধীন বিএমইটি ভাষা প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
০৫। পছন্দ ও দক্ষতা অনুযায়ী কাজের প্রশিক্ষণ গ্রহণ করুন। বর্তমানে ৬৪টি টিটিসি এবং ৬টি
আইএমটিতে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
০৬। সরকার অনুমতি দিয়েছে এমন বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশ গমন করুন
০৭। চুক্তিপত্রে কী লেখা আছে তার বুঝেশুনে সই করুন
০৮। বিদেশ যাওয়ার পূর্বে সমস্ত কাগজপত্রের ৩ সেট ফটোকপি করুন।
০৯। বিএমইটির স্মার্ট কার্ড গ্রহণ করুন
১০। বিদেশ যাওয়ার পূর্বে ব্যাংক হিসাব খুলু্ন। (TVC)
১১। বিদেশ যাওয়ার পূর্বে ৩ দিনের প্রাক বর্হিগমন প্রশিক্ষণে অংশ নিন। (TVC)
১২। সংশ্লিষ্ট ডিইএমও অফিসে ফিঙ্গার প্রিন্ট বা আঙ্গুলের ছাপ নিন। (TVC)
১৩। অনুমোদিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করুন।
১৪। প্রবাসীদের সহযোগিতা ও সামগ্রিক কল্যাণের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডসাহায্য নিন।
০৯। বিএমইটির স্মার্ট কার্ড গ্রহণ করুন
১০। বিদেশ যাওয়ার পূর্বে ব্যাংক হিসাব খুলু্ন। (TVC)
১১। বিদেশ যাওয়ার পূর্বে ৩ দিনের প্রাক বর্হিগমন প্রশিক্ষণে অংশ নিন। (TVC)
১২। সংশ্লিষ্ট ডিইএমও অফিসে ফিঙ্গার প্রিন্ট বা আঙ্গুলের ছাপ নিন। (TVC)
১৩। অনুমোদিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করুন।
১৪। প্রবাসীদের সহযোগিতা ও সামগ্রিক কল্যাণের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডসাহায্য নিন।
১৫।প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন এর মাধ্যমে বিদেশ যেতে হলে আগে থেকেই প্রবাসী কল্যাণ ব্যাংকে গিয়ে লোন পেতে হলে কি করতে হবে সে সমস্ত কিছু আপনাকে খোঁজখবর নিয়ে প্রস্তুত থাকতে হবে যেন ভিসার কাগজপত্র হাতে পেলেই দু'দিনের মধ্যে আপনি লোন পেয়ে যান