Tuesday 20 December 2022

নতুন সরকার কলিং বন্ধ করবে না

মালেশিয়ার নতুন মানবসম্পদ মন্ত্রী ভি. শিবাকুমার...

বাংলাদেশ থেকে কলিং ভিসায় কর্মী নিয়োগের জন্য মালয়েশিয়ার আগের সরকারের চুক্তি বলবত রাখবে আনোয়ার ইব্রাহিম সরকার। নতুন করে কোন চুক্তির প্রয়োজন নেই। জানিয়েছেন মালয়েশিয়ার নতুন মানবসম্পদমন্ত্রী ভি. শিবাকুমার। 

আমি আগেই বলেছি মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম সরকার আসলেও কলিং বন্ধ হবে না। কারণ মালয়েশিয়া অনেক বিদেশি শ্রমিকের প্রয়োজন। যাদের আনোয়ার ইব্রাহিম এর সম্বন্ধে চুলকানি ছিলো এখন ভালো করে বোঝেন। কিছু মালয়েশিয়া প্রবাসী এক লাইন বেশি বুঝে এবং বলে আনোয়ার ইব্রাহিম সরকার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হলে নাকি বিদেশি শ্রমিকদের নিজ দেশে পাঠিয়ে দিবে এই লোকগুলোর না আছে মালয়েশিয়ার সম্বন্ধে কোন আইডিয়া কারণ মালয়েশিয়ার এই প্রথম আনোয়ার ইব্রাহিম সরকার গঠন করেছে উনি কখনো এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিল না আশাকরি বুঝছেন।

মালয়েশিয়া বর্তমানে বিভিন্ন কল কারখানা নির্মাণ সাইটে প্রচুর পরিমাণে বিদেশী শ্রমিক এর ঘাটতি আশাকরি বাংলাদেশ থেকে 5 লক্ষ শ্রমিক কলিং ভিসায় আসতে পারবেন ইনশাআল্লাহ।