Thursday, 29 December 2022

✈️ ℹ️ বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়ে যাত্রীদের জন্য নতুন কোন নির্দেশনা জারি করা হয়নি, আগের নির্দেশনা কার্যকর আছে। 🤩

✈️  ℹ️ বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়ে যাত্রীদের জন্য নতুন কোন নির্দেশনা জারি করা হয়নি, আগের নির্দেশনা কার্যকর আছে। 🤩

     ✨✨বিদেশ থেকে বাংলাদেশে আসার ক্ষেত্রে ✨✨

🔰  বাংলাদেশে আসতে হেলথ ডিক্লারেশন ফরম অনলাইনে বা কাগজে পূরণ করে নিয়ে  আসতে হবে না।

🔰 বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত যে কোন টিকার র্পূণ ডোজ যারা নিয়েছেন তাদের বাংলাদেশ আসতে করোনা পরীক্ষা করতে হবে না। যাত্রীদের ভ্যাকসিন গ্রহনের প্রমাণ সঙ্গে রাখতে হবে।
  
🔰  যেসব যাত্রী এক ডোজ কিংবা কোন ভ্যাকসিন নেননি, তাদের বাংলাদেশ আসতে হলে ৭২ ঘন্টার মধ্যে করোনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট থাকতে হবে।

🔰  ১২ বছরের নিচে শিশুদের কোন করোনা টেস্ট করাতে হবে না। তবে তাদের স্বাস্থ্য সংক্রান্ত অন্যান্য নির্দেশনাগুলো মানতে হবে।

 👉 নিজে সর্তক থাকুন, অন্যকে জানাতে  বাংলা এভিয়েশনের এই পোষ্টটি শেয়ার করেন।
 
✨✨  বাংলাদেশ থেকে বিদেশ যেতে ✨✨ 

🔰 বাংলাদেশ থেকে বিদেশে যেতে  বাংলাদেশে সরকারের করোনা সংক্রান্ত কোন বিধি নিষেধ নেই। 

🔰 করোনা পরীক্ষার কিংবা ভ্যাকসিন গ্রহণের বাধ্যবাধকতা নেই।

🔰 যাত্রী  যে দেশে যাবেন, সেদেশের নির্দেশনা অনুসরণ করবেন।

🔰 যাত্রী যে দেশে যাচ্ছেন তাদের নির্দেশনা জানতে ভিসা প্রসেসিং এজেন্সি অথবা এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।