Thursday, 29 December 2022

✈️ ℹ️ বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়ে যাত্রীদের জন্য নতুন কোন নির্দেশনা জারি করা হয়নি, আগের নির্দেশনা কার্যকর আছে। 🤩

✈️  ℹ️ বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়ে যাত্রীদের জন্য নতুন কোন নির্দেশনা জারি করা হয়নি, আগের নির্দেশনা কার্যকর আছে। 🤩

     ✨✨বিদেশ থেকে বাংলাদেশে আসার ক্ষেত্রে ✨✨

🔰  বাংলাদেশে আসতে হেলথ ডিক্লারেশন ফরম অনলাইনে বা কাগজে পূরণ করে নিয়ে  আসতে হবে না।

🔰 বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত যে কোন টিকার র্পূণ ডোজ যারা নিয়েছেন তাদের বাংলাদেশ আসতে করোনা পরীক্ষা করতে হবে না। যাত্রীদের ভ্যাকসিন গ্রহনের প্রমাণ সঙ্গে রাখতে হবে।
  
🔰  যেসব যাত্রী এক ডোজ কিংবা কোন ভ্যাকসিন নেননি, তাদের বাংলাদেশ আসতে হলে ৭২ ঘন্টার মধ্যে করোনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট থাকতে হবে।

🔰  ১২ বছরের নিচে শিশুদের কোন করোনা টেস্ট করাতে হবে না। তবে তাদের স্বাস্থ্য সংক্রান্ত অন্যান্য নির্দেশনাগুলো মানতে হবে।

 👉 নিজে সর্তক থাকুন, অন্যকে জানাতে  বাংলা এভিয়েশনের এই পোষ্টটি শেয়ার করেন।
 
✨✨  বাংলাদেশ থেকে বিদেশ যেতে ✨✨ 

🔰 বাংলাদেশ থেকে বিদেশে যেতে  বাংলাদেশে সরকারের করোনা সংক্রান্ত কোন বিধি নিষেধ নেই। 

🔰 করোনা পরীক্ষার কিংবা ভ্যাকসিন গ্রহণের বাধ্যবাধকতা নেই।

🔰 যাত্রী  যে দেশে যাবেন, সেদেশের নির্দেশনা অনুসরণ করবেন।

🔰 যাত্রী যে দেশে যাচ্ছেন তাদের নির্দেশনা জানতে ভিসা প্রসেসিং এজেন্সি অথবা এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।


Friday, 23 December 2022

এই মুহূর্তে ভিসা চেক করার সার্ভার ডাউন অনুগ্রহ করে অপেক্ষা করুন ঠিক হলে পুনরায় ভিসা চেক করার অপশন শো করবে

বেতন RM 30 একদিনে RM 100+ উপার্জন করতে পারবেন

!!!জরুরী শ্রমিকদের প্রয়োজন পাম তেলের কাজ 100 জন প্রয়োজন 
হোস্টেল এবং খাবার আমরা সরবরাহ করি
প্রতি টন ফলের উপর ভিত্তি করে বেতন RM 30 একদিনে RM 100+ উপার্জন করতে পারবেন 
কোন পারমিট নেই কোন পাসপোর্ট নেই ভিসা নেই কোন সমস্যা নেই
কাজের সময় 8 থেকে 5
কাজ শুরু হবে ৪ জানুয়ারি থেকে
(01164359047) what's app 

!!!Urgent workers needed palm oil work in estates need to 100pax
Hostel and food we provide 
Salary based on ton of fruits per ton RM 30 one day can earn RM 100+
No permit no passport no visa no problem 😉 
Work time 8to5
Work start from January 4

Strictly we no need agent❌
(01164359047) what’s app ur detail don’t call ❌



 

Wednesday, 21 December 2022

কাজের লোক নিয়োগ

উদ্ভিদ কারখানার কাজ 
70RM 8 ঘন্টা বেসিক 
ওভারটাইম _ 10 RM ঘন্টা
আবাসন বিনামূল্যে +60182792579

Plants factory work available 
70RM 8 hour basic
Overtime _10RM hour
Accomodation free
 +60182792579

Tuesday, 20 December 2022

নতুন সরকার কলিং বন্ধ করবে না

মালেশিয়ার নতুন মানবসম্পদ মন্ত্রী ভি. শিবাকুমার...

বাংলাদেশ থেকে কলিং ভিসায় কর্মী নিয়োগের জন্য মালয়েশিয়ার আগের সরকারের চুক্তি বলবত রাখবে আনোয়ার ইব্রাহিম সরকার। নতুন করে কোন চুক্তির প্রয়োজন নেই। জানিয়েছেন মালয়েশিয়ার নতুন মানবসম্পদমন্ত্রী ভি. শিবাকুমার। 

আমি আগেই বলেছি মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম সরকার আসলেও কলিং বন্ধ হবে না। কারণ মালয়েশিয়া অনেক বিদেশি শ্রমিকের প্রয়োজন। যাদের আনোয়ার ইব্রাহিম এর সম্বন্ধে চুলকানি ছিলো এখন ভালো করে বোঝেন। কিছু মালয়েশিয়া প্রবাসী এক লাইন বেশি বুঝে এবং বলে আনোয়ার ইব্রাহিম সরকার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হলে নাকি বিদেশি শ্রমিকদের নিজ দেশে পাঠিয়ে দিবে এই লোকগুলোর না আছে মালয়েশিয়ার সম্বন্ধে কোন আইডিয়া কারণ মালয়েশিয়ার এই প্রথম আনোয়ার ইব্রাহিম সরকার গঠন করেছে উনি কখনো এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিল না আশাকরি বুঝছেন।

মালয়েশিয়া বর্তমানে বিভিন্ন কল কারখানা নির্মাণ সাইটে প্রচুর পরিমাণে বিদেশী শ্রমিক এর ঘাটতি আশাকরি বাংলাদেশ থেকে 5 লক্ষ শ্রমিক কলিং ভিসায় আসতে পারবেন ইনশাআল্লাহ।

Monday, 19 December 2022

বাংলাদেশিরা ভিসা ছাড়াই যেতে পারবেন যেসব দেশেঃ

বাংলাদেশিরা ভিসা ছাড়াই যেতে পারবেন যেসব দেশেঃ
একজন বাংলাদেশি নাগরিক হিসেবে প্রায় ৪০টি দেশে আপনি যেতে পারবেন আগে থেকে ভিসা না নিয়েই। এই দেশগুলোর মধ্যে রয়েছে ভুটান, নেপাল, মালদ্বীপ এবং প্রশান্ত মহাসাগরীয় ও ক্যারিবীয় অঞ্চলের কয়েকটি ছোট দ্বীপ দেশ।

একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আপনি ভিসা ছাড়াই ১৪ দিন পর্যন্ত ভুটান ভ্রমণ করতে পারবেন। দেশটিতে দেখতে পারবেন এর নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য, তুষারে ঢাকা পর্বত, বন এবং স্বচ্ছ নদী। ভুটানের কিছু বিখ্যাত পর্যটন আকর্ষণের মধ্যে রয়েছে টাইগারস নেস্ট মনাস্ট্রি, পুনাখা জং এবং দোচুলা পাস।

ভুটানের ঠিক পশ্চিমে অবস্থিত দেশ নেপালও তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। হিমালয়ের দেশটিতে বাংলাদেশিরা ভিসা ছাড়াই ৯০ দিন পর্যন্ত ভ্রমণ করতে পারবেন। নেপালের কিছু জনপ্রিয় পর্যটন আকর্ষণের মধ্যে রয়েছে জীবন্ত দেবীর মন্দির, ভক্তপুর দরবার স্কোয়ার এবং পশুপতিনাথ মন্দির।

স্বচ্ছ পানি আর সুন্দর সৈকতের জন্য পরিচিত মালদ্বীপ। দেশটি স্কুবা ডাইভিংয়ের জন্য জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে। মালদ্বীপের কিছু বিখ্যাত পর্যটন আকর্ষণের মধ্যে রয়েছে হুকুরু মিসকি মসজিদ ও জাতীয় জাদুঘর। একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আপনি মালদ্বীপে ভিসা ছাড়াই ৩০ দিন পর্যন্ত বেড়াতে পারবেন।

এ ছাড়া, বেশ কয়েকটি ছোট দ্বীপ দেশ বাংলাদেশি নাগরিকদের ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ দিচ্ছে। এর মধ্যে রয়েছে কুক দ্বীপপুঞ্জ, ফিজি, ভানুয়াতু, অ্যান্টিগুয়া ও বারবুডা, বার্বাডোস, সেন্ট কিটস অ্যান্ড নেভিস। এই দেশগুলো সুন্দর সৈকত ও গ্রীষ্মমণ্ডলীয় জীবনধারার জন্য পরিচিত।

উইকিপিডিয়া ও বিভিন্ন দেশের দূতাবাসের তথ্য অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টধারীদের কোনো ভিসাই লাগবে না এমন দেশগুলো হলোঃ

১. বাহামাস (চার সপ্তাহ পর্যন্ত)

২. বার্বাডোস (ছয় মাস)

৩. ডোমিনিকা (ছয় মাস)

৪. ফিজি (চার মাস)

৫. গাম্বিয়া (তিন মাস)

৬. গ্রানাডা (তিন মাস)

৭. হাইতি (তিন মাস)

৮. জ্যামাইকা

৯. লেসোথো (তিন মাস)

১০. মালাওয়ি (তিন মাস)

১১. মাইক্রোনেশিয়া (এক মাস)

১২. সেইন্ট কিটস অ্যান্ড নেভিস

১৩. সেইন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাডিনস (এক মাস)

১৪. ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো

১৫. ভানুয়াতু (এক মাস)

১৬. মন্টসেরাত (তিন মাস)

১৭. টার্ক অ্যান্ড সিসেরো আইল্যান্ড (এক মাস)

১৮. ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ড (এক মাস)

১৯. মাক্রোনেশিয়া (এক মাস)

২০. নিউয়ি (এক মাস)
বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই যেতে পারবেন, তবে সেখানে পৌঁছে ভিসা করতে হবে এমন দেশগুলো হলো:

১. ভুটান

২. বলিভিয়া (তিন মাসের ভিসা)

৩. কেপ ভার্দে

৪. কমোরোস

৫. গিনি বিসাউ (তিন মাস)

৬. মাদাগাস্কার (তিন মাস)

৭. মালদ্বীপ (এক মাস)

৮. মাওরিতানিয়া

৯. মোজাম্বিক (এক মাস)

১০. নেপাল (এক মাস)

১১. নিকারাগুয়া (তিন মাস)

১২. তিমরলেস্টে (এক মাস)

১৩. টোগো (সাত দিন)

১৪. তুভালু (এক মাস)

১৫. উগান্ডা

১৬. বুরুন্ডি

১৭. জিবুতি (এক মাস)

১৮. আজারবাইজান (এক মাস)

১৯. ম্যাকাউ (এক মাস)

বাংলাদেশের পাসপোর্ট থাকলে ভিসা লাগবে না তবে বিশেষ অনুমোদন লাগবে এমন দেশগুলো হলো :

১. কিউবা (টুরিস্ট কার্ড জোগাড় করতে হবে, মেয়াদ তিন মাস)

২. সামোয়া (ঢোকার অনুমতিপত্র থাকলেই হলো, মেয়াদ দুই মাস)

৩. সেচেলেস (ভ্রমণের অনুমতিপত্র থাকতে হবে, মেয়াদ এক মাস)

৪. সোমালিয়া (ওই দেশে থাকা কেউ স্পন্সর করলে ভিসা পৌঁছেও করা যাবে, যার মেয়াদ হবে এক মাস। তবে সোমালিয়া পৌঁছানোর দুদিন আগে সেখানকার বিমানবন্দরে বিষয়টি জানিয়ে রাখতে হবে)

৫. শ্রীলংকা (ভ্রমণের জন্য ইলেকট্রনিক অনুমোদনপত্র, মেয়াদ এক মাস)

৬. লাওস (সরকারি কোনো সফরের নথিপত্র থাকলে ভিসা প্রয়োজন হবে না)


১৫ দিনে অভিযানে গ্রেফতার ২৪ হাজার, মামলা ৫ হাজার

 

পুলিশ সদরদপ্তরের নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণে সারাদেশে বিশেষ অভিযানে ১৫ দিনে প্রায় ২৪ হাজার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত এ অভিযান চালিয়েছে পুলিশ। এর মধ্যে ৭২ জন সন্ত্রাসী ও জঙ্গি রয়েছেন বলে জানায় পুলিশ। এছাড়া অভিযানে দুই লাখের বেশি ইয়াবা জব্দ করা হয়েছে।

সোমবার পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান এ তথ্য জানান।

পুলিশ সদরদপ্তরের মুখপাত্র জানান, বিজয় দিবস, বড়দিন ও থার্টিফাস্ট নাইট উদযাপন নিরাপদ করার লক্ষ্যে সারাদেশে বিশেষ অভিযান চলে। ১৫ দিনে ৩৩ হাজার ৪২৯টি অভিযান চালানো হয়।

অভিযানে মোট গ্রেপ্তার করা হয় ২৩ হাজার ৯৬৮ জনকে। এর মধ্যে পরোয়ানাভুক্ত আসামি ১৫ হাজার ৯৬৮ জন। বাকি ৮ হাজার জনকে গ্রেপ্তার করা হয় বিভিন্ন অভিযোগে। এই আট হাজার জনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় নতুন মামলা হয়েছে পাঁচ হাজার ১৩২টি।

এআইজি মনজুর রহমান জানান, অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে জব্দ করা হয়েছে- ৮টি শুটারগান, ৩টি পিস্তল, ৫টি এলএমজি, আটটি বন্দুক, একটি পাইপগান ও দেশিয় অস্ত্র।

এছাড়াও ১৫ দিনে মাদকের মধ্যে উদ্ধার হয়েছে- দুই লাখ ৮৬ হাজার ৫৯২ পিস ইয়াবা, গাঁজা সাত হাজার ৫৮১ কেজি, পাঁচ হাজার ৪১৫ বোতল ফেনসিডিল, ৮৬৯৮ গ্রাম হেরোইন ও ১১৭ গ্রাম ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ (আইস)।

এর আগে গত ২৯ নভেম্বর পুলিশ সদর দপ্তরের অপারেশন শাখার পাঠানো এক আদেশ অনুসারে, দেশের সব পুলিশ ইউনিটের প্রধান ও সব জেলার পুলিশ সুপারদের ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অভিযান চালাতে বলা হয়।

পুলিশ সদর দপ্তরের আদেশে বলা হয়, গত ২০ নভেম্বর ঢাকা সিএমএম আদালত এলাকায় পুলিশ হেফাজত থেকে দণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি আসামি ছিনিয়ে নেয়ার প্রেক্ষাপট বিবেচনা ও মহান বিজয় দিবস, বড়দিন এবং থার্টিফাস্ট নাইট উদযাপন নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে চলমান অভিযানের পাশাপাশি আগামী ১-১৫ ডিসেম্বর বিশেষ অভিযান পরিচালনা হবে।

আদেশে আরও বলা হয়, অন্যান্য স্থানের পাশাপাশি আবাসিক হোটেল, মেস, হোস্টেল, বিভিন্ন প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টারসহ অপরাধীদের লুকিয়ে থাকার সম্ভাব্য স্থানগুলোতে কার্যকর অভিযান পরিচালনা করতে হবে।

এছাড়াও পরিচালিত অভিযানে জঙ্গি, সন্ত্রাসী, মাদকসেবী ও কারবারি, অবৈধ অস্ত্রধারী, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।


মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের নিবন্ধনের আহ্বান

 মালয়েশিয়া যেতে ই ইচ্ছুক কর্মীদের নিবন্ধনের আহ্বান

  


মালয়েশিয়ায় গমনেচ্ছু কর্মীদের নিবন্ধনের আহ্বান জানিয়েছে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)।

রোববার (১২ জুন) এক বিজ্ঞপ্তিতে বিএমইটি জানিয়েছে, মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। আরও জানায়, জেলা কর্মসংস্থান অফিস কিংবা অনলাইনে ‘আমি প্রবাসী’ অ্যাপের মাধ্যমে এই নিবন্ধন করা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ায় গমনেচ্ছু কর্মীদের বিএমইটি'র ডাটাবেজে নিবন্ধন বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন অনুযায়ী, বিএমইটি ডাটাবেজে নিবন্ধিত কর্মীর তালিকা থেকে বৈদেশিক কর্মসংস্থানের জন্য স্বয়ংক্রিয়ভাবে দৈবচয়নের ভিত্তিতে কর্মী নির্বাচন করার বিধান রয়েছে। সেই অনুযায়ী, মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের বিএমইটি ডাটাবেজে অন্তর্ভুক্ত হওয়ার অনুরোধ করা যাচ্ছে।

নিবন্ধনের পদ্ধতি-

বিএমইটি'র আওতাধীন সব জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডিইএমও) অথবা নির্ধারিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) সরাসরি উপস্থিত হয়ে নিবন্ধন করা যাবে। প্রতিটি সফল নিবন্ধনের জন্য ২০০ টাকা সরকারি ফি (অফেরৎযোগ্য) পরিশোধ করতে হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য নিকটস্থ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডিইএমও) বা টিটিসি'র সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

এছাড়া ডাটাবেজে নিবন্ধনের জন্য ঐচ্ছিক ও অতিরিক্ত চ্যানেল হিসেবে সরকার কর্তৃক অনুমোদিত ‘আমি প্রবাসী' অ্যাপ ব্যবহার করে নিবন্ধন করা যাবে। এক্ষেত্রে সফল নিবন্ধনের জন্য সরকারি নিবন্ধন ফি ২০০ টাকার সঙ্গে অতিরিক্ত ‘আমি প্রবাসী’ অ্যাপের সার্ভিস চার্জ করসহ ১০০ টাকা পরিশোধ করতে হবে।

বিএমইটি জানায়, শর্ত হিসেবে কর্মীর বয়স ১৮-৪৫ বছরের মধ্যে হতে হবে। নিবন্ধন নম্বর ও এর কার্যকরিতা নিবন্ধনের তারিখ থেকে ২ বছর বহাল থাকবে। ইতিমধ্যে যারা বিদেশ গমনের জন্য নিবন্ধন করেছেন, তাদের নতুন করে নিবন্ধনের প্রয়োজন নেই। তবে নিবন্ধনকালে কাঙ্ক্ষিত দেশ ও পেশা নির্বাচন করা না থাকলে আপডেট করা যাবে।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)এবং ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি), অথবা প্রতিষ্ঠান থেকে অর্জিত দক্ষতা সনদ আপলোড করলে দক্ষ কর্মীরা বৈদেশিক কর্মসংস্থানের জন্য অগ্রাধিকার পাবেন।

পাসপোর্ট, পাসপোর্ট সাইজের ছবি, নিজের মোবাইল নম্বর, ইমেইল (যদি থাকে), দক্ষতা সনদ (যদি থাকে) এসব কাগজপত্র লাগবে।

Sunday, 18 December 2022

মালয়েশিয়ায় কাঙ্ক্ষিত কর্মী না পাঠাতে পারার পেছনে সিন্ডিকেট দায়

মালয়েশিয়ায় কাঙ্ক্ষিত কর্মী না পাঠাতে পারার পেছনে সিন্ডিকেট দায়মালয়েশিয়া থেকে দেড় লাখের মতো কর্মীর চাহিদা পাওয়ার পরও দেশটিতে কর্মী গেছেন মাত্র ৩০ হাজার। চাহিদাপত্র পাওয়ার পরও কাঙ্ক্ষিত কর্মী না পাঠানোর পেছনে সিন্ডিকেটকে দায়ী করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ।



মালয়েশিয়ায় কাঙ্ক্ষিত কর্মী না পাঠাতে পারার পেছনে সিন্ডিকেট দায়ী



রোববার (১৮ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসন দিবস নিয়ে আয়োজিত অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করেন সংসদীয় কমিটির সভাপতি।

আনিসুল ইসলাম বলেন, আমাদের ১ হাজার ৬০০ রিক্রুটিং এজেন্সি আছে। তার মধ্যে ১০০ রিক্রুটিং এজেন্সির মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অনুমতি আছে। দেড় লাখের মতো লোকের চাহিদা পাওয়া গেছে। কিন্তু এ পর্যন্ত কর্মী গেছে মাত্র ৩০ হাজার। এত কম লোক যাওয়ার কারণ হচ্ছে,সিন্ডিকেট। এ সিন্ডিকেটের কারণেই এ অবস্থা।

সংসদীয় কমিটির সভাপতি বলেন, মালয়েশিয়া নতুন সরকার আসছে। মন্ত্রণালয়কে বলব, সব এজেন্সির জন্য শ্রমবাজার খুলে দেওয়ার জন্য। এর মধ্যে তারা (মালয়েশিয়া) যাদের সঙ্গে ব্যবসা করতে চাইবে, তারা করবে।

দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর গত বছরের ১০ ডিসেম্বর বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার অনুমোদন দেয় মালয়েশিয়া। গত ১৯ ডিসেম্বর কর্মী প্রেরণের জন্য দেশটির সঙ্গে সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষর করে বাংলাদেশ। এরপরও রিক্রুটিং এজেন্সির অনুমতি নিয়ে নানা জটিলতার পর চলতি বছরের আগস্টের শুরুতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্র নিয়ে প্রথম ধাপে ৫৩ জনের একটি দল মালয়েশিয়ায় যায়।  





Saturday, 17 December 2022

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৮ অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৮ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। শুক্রবার (১৬ ডিসেম্বর) রাত দেড়টায় সেলাঙ্গর রাজ্যের ডেংকিল এলাকার একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে বাংলাদেশি হলেন ১২ জন। আর বাকিদের মধ্যে ইন্দোনেশিয়ার ২৫ জন পুরুষ ও পাঁচ নারী, মিয়ানমারের নাগরিক পাঁচজন এবং একজন ভিয়েতনামের নারী রয়েছেন।

তাদের তদন্ত ও পরবর্তী পদক্ষেপের জন্য লেংগেং ইমিগ্রেশন ডিপোর নেগেরি সেম্বিলানে রাখা হয়েছে। তবে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের পরিচয় এখনো জানানো হয়নি।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ বলছে, অভিযানের সময় ৬৩ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে গ্রেফতার ৪৮ জন বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

গ্রেফতাররা ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩, পাসপোর্ট অ্যাক্ট ১৯৬৬ এবং ইমিগ্রেশন রেগুলেশনস ১৯৬৩ লঙ্ঘন করেছেন বলে জানায় মালয়েশিয়ার অভিবাসন বিভাগ